You are currently viewing সুফি উক্তি : ৩০ টি সুফির বাণী

সুফি উক্তি : ৩০ টি সুফির বাণী

সুফিবাদ একধরনের সন্ন্যাসবাদ যারা সংসারধর্ম ত্যাগ করে স্রষ্টা ও সৃষ্টি সম্পর্কে ভাবেন। এইসব সুফি সাধকদের লেখা কবিতা ও বাণীর কিছু অংশ থেকে সাজানো হয়েছে এই ব্লগ পোস্ট টি। আশা করছি সুফিদের এই অমৃত বাণী ও উক্তি পড়ে আপনি নিজে উজ্জীবিত করতে পারবেন।

১#

আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীলতা যেন সেই শিশুটির মতন যে খুব ভালো করে জানে সে যদি মাকে না-ও ডাকে তবু মা তার ব্যাপারে সম্পূর্ণ সচেতন এবং সঠিকভাবেই তার দেখাশোনা করছেন।”

  • ইমাম গাজ্জালি

২#

তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে, ১। আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা, ২। বিপদের সময় দু’হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ৩। যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা।

  • ইমাম গাজ্জালি

৩#

এই পথ কোথায় গিয়ে ঠেকেছে তা জানার চেষ্টা করা অর্থহীন।’
-শামস তাবরিজি

৪#

জীবনকে তোমার বিরুদ্ধে না রেখে বরং তোমার সঙ্গী করে নাও।
-শামস তাবরিজি

৫#

যে তার শয়তানকে চিনে, সে তার প্রভুকে ও চিনে।
~হযরত শামস তাবরিজ রহঃ।

৬#

মহাবিশ্বের সবকিছুর মাধ্যমেই খোদাকে চিনতে পারবে, কারন খোদা মসজিদ, মন্দির বা গীর্জাতে সীমিত নন, তবুও যদি জানতে চাও সে (খোদা) আসলে কোথায় বাস করে; তবে তাকে খোজার একটি মাত্র জায়গাই আছে। তা হল একজন প্রকৃত প্রেমিকের হৃদয়।
~ শামস তাবরিজি

৭#

কখনোই কাউকে বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না, তবে স্রষ্টা তোমাকে তাকে ছাড়াই বাঁচিয়ে রাখবে।
~ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

৮#

আল্লাহ্ তাঁর বান্দাদের পরীক্ষা নেন, সে সময় সবর করতে হয়। সবর কোন সহজ কাজ নয়, যে গাছ ঝড়ের সাথে তাল মিলাতে পারেনা তা ভেঙে পড়ে যায়!
~ ইবনে আরাবী

৯#

খোদার সাথে মিলনের প্রত্যাশি হলে, আউলিয়া-কেরামের বৈঠকে যাও। এক মুহুর্ত আউলিয়া-কেরামের সোহবতে বসা শত বছর একাগ্রচিত্তে এবাদত বন্দেগির চেয়েও উত্তম।
~জালাল উদ্দিন রুমি।

১০#

ভক্ত হলে যে সুখ-দুঃখ হবে না তা নয়। দেহ ধারণ করলেই সব আছে।
~ শ্রী মহেনন্দনাথ গুপ্ত

১১#

কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান করে, তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীতা নারীর পুত্র।
~ ইবনে আরাবী

১২#

সৎ ভাবনা, সৎ বাক্য, সৎ কাজ-এই তিনটি শ্রেষ্ঠ পথ থেকে নিজেকে কখনও ॥সরিয়ে নিও না।
~ জরাথ্রুস্ট

১৩#

ভক্ত হলে যে সুখ-দুঃখ হবে না তা নয়। দেহ ধারণ করলেই সব আছে।
~ শ্রী মহেনন্দনাথ গুপ্ত

১৪#

পৃথিবী হল একটি শিক্ষালয়, যেখানে আমাদের সকলকে আলাদাভাবে পরিক্ষা করা হয়। এবং আমাদের একমাত্র শিক্ষক হল আমাদের প্রভূ।
~ ইবনে আরাবী

১৫#

খোদার সাথে মিলনের প্রত্যাশি হলে, আউলিয়া-কেরামের বৈঠকে যাও। এক মুহুর্ত আউলিয়া-কেরামের সোহবতে বসা শত বছর একাগ্রচিত্তে এবাদত বন্দেগির চেয়েও উত্তম।
~ জালাল উদ্দিন রুমি।

১৬#

আমি তুমি হলাম, তুমি আমি হলে। আমি দেহ তুমি প্রাণ। এরপর যেনো কেউ আর বলতে না পারে আমি একজন আর তুমি আর একজন।
~ হযরত খাজা মঈনুদ্দিন চিশতী র.

১৭#

ভেঙে পড়নো, হতাশ হয়োনা, ছোট ছোট পরাজয় বৃহৎ জয়েরই হাতছানি। তোমার প্রতিটি পরাজয়ই জয়ের আহবান।
~ ইবনে আরাবী

১৮#

দুনিয়া পচা লাশ। এর অনুসন্ধানীগণ কুকুর।
~হযরত জয়নাল আবেদীন র.

১৯#

মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চাইতে বড় কোনো মন্দির কাবা নাই।
~ কাজী নজরুল ইসলাম র.

২০#

যদি তাওহীদ সাগরে নিজেকে ফানা করে ডুব দিতে পারো তবেই তুমি চিরজীবনের মতো তোমার মাশুক আল্লাহকে পাবে।
~ জালালউদ্দিন রুমী র.

২১#

মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি।
~ ফকির লালন শাহ্

২২#

যদি আল্লাহকে দেখতে চাও, তাহলে আমার চেহারার দিকে তাকাও। আমি তাঁর আয়না, সে আমার থেকে পৃথক না।
~ হযরত খাজা মঈনুদ্দিন চিশতী র.

২৩#

ইশকের বেদনা, জ্বালা-যন্ত্রনা হাসিমুখে বরন করে নিতে না পারলে পরমের দর্শন লাভ হয় না।
~ আমির খসরু

২৪#

চিন্তা করবেন না, সুখী হোন।
~ মেহের বাবা

২৫#

কৃতজ্ঞ হও! তুমি যা চাও তা পাওয়ার পর শুকরিয়া করাতো সহজ, বরং যা চাইছ তা পাওয়ার আগে শুকরিয়া করো।
~ শামস তাবরিজি

২৬#

যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদের পাতা ফাঁদেই পড়ে যায়।
~ শামস তাবরিজি

২৭#

“প্রত্যেক হৃদয়েরই একটি জানালা আছে। তুমি তোমার নিজের হৃদয়ের জানালা দিয়ে অন্যেরটাও দেখতে পাবে!”
~ মাওলানা জালালুদ্দিন রুমি

২৮#

সারাদিনমান আমি এই নিয়ে ভাবি তারপর রাতে আমি তা বলি”আমি কোথা হতে আগত?”আর আমার লক্ষ্যটি তাহলে কী?
আমার আত্মাটি অন্য কোথাও হতে আগত আমি তাতে নিশ্চিত!
~ মাওলানা জালালুদ্দিন রুমি

২৯#

দুঃখ করোনা, তুমি যা কিছু হারিয়েছো তার জন্য তুমি তা আবার ফিরে পাবে যা কিছু হারিয়েছো আরেক ভাবে আরেক রূপে।
~ মাওলানা জালালুদ্দিন রুমি

৩০#

আমার প্রিয় আত্মা!!
আজ রাতে যদি তুমি ঘুমোতে না পারো-
তবে তুমি কি মনে করো হতে পারে??
যদি তুমি রাতটি কাটিয়ে দাও এবং
ভোরের সাথে মিশিয়ে দাও
তোমার হৃদয়ের স্বার্থে!!

Leave a Reply