You are currently viewing কাক যখন সিআইএ এজেন্ট!

কাক যখন সিআইএ এজেন্ট!

সুউচ্চ বিলাসবহুল ভবনের এক এপার্টমেন্টে কয়েকজন ব্যক্তি বসে আছে। তারা এখানে একটি গোপন মিটিং করছে। মিটিংয়ের বিষয়বস্তু খুবই স্পর্শকাতর। আর তাই গোপনীয়তা রাখতে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মিটিং এর আগে ভালো করে সার্চ করে দেখা হলো কোনো গোপন ডিভাইস বা সন্দেহজন কিছুর উপস্তিতি আছে কিনা!

সবদিক নিশ্চিত হয়েই এরপরে বৈঠকে বসেছেন মিটিংয়ের সেই লোকগুলো। মিটিং এর শলাপরামর্শ যখন একেবারে তুঙ্গে তখন সেই বিশাল ভবনে তাদের ডেই কক্ষের জানালায় উপস্থিত হলো একটি কাক। কাককটা কেমন যেনো গম্ভীর হয়ে বসে আসে। মিটিংয়ে বসা কয়েকজন ব্যক্তি নজর করে দেখলেন কাকটা যেনো ঝিমাচ্ছে। কিছুক্ষণ পরেই শেষ হয়ে গেলো মিটিং। কাকটাও মিটিং এর একপর্যায়ে উড়ে চলে গেলো।

এর কিছুদিন বাদেই সেই মিটিংয়ের খবর গণমাধ্যম ফাঁস হয়ে গেলো। কিন্তু কিভাবে ফাঁস হলো সব তথ্য! মিটিংয়ে তো কেউ কোনো ডিভাইস খুঁজে পায় নি। তথ্য পাচার করার মতো কোনো লোকও রুমে উপস্থিত ছিলো না। বলার মতো কেবল সেসময় রুমের জানালার পাশে একটা কাক এসে বসেছিল। তাহলে কি সেই কাকটাই এই বিশাল কান্ড ঘটিয়েছে!

কাক দিয়ে গোয়েন্দার কাজ করার খবর প্রথম পাওয়া যায় নর্স মিথলজির দেবতা ওডিনের মধ্যে। এই পৌরাণিক কাহিনি থেকেই ১প৬০ এর দশকে আমেরিকার সিআইএ এর মধ্যে এই আইডিয়া এসেছিলো। আমরাও তো কাক কে স্পাই হিসেবে ব্যবহার করতে পারি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তখন স্নায়ুযুদ্ধ চলছে। দুই দেশের মধ্যে তখন একজন থেকে আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা চলছে। সেটা রাজনৈতিক, সামরিক, প্রযুক্তিগত থেক খেলাধুলাতেও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার যুদ্ধ।

আর এর জন্যে যা করা প্রয়োজন তাই করা হবে, তা যতই উদ্ভট হোক না কেন। ফলে কে কাকে টেক্কা দিবে – এই প্রশ্নে যখন কাকের আবির্ভাব ঘটলো, তখন সেটাকে লুফে নেয়া হলো। সিআইএ এর আগে অবশ্য ‘একোস্টিক বিড়াল’ নিয়েও কাজ চালিয়েছিলো। বিড়ালের শরীরে লিসেনিং ডিভাইস বসিয়ে সেটাকে পর্যাপ্ত ট্রেনিং দিয়ে ছেড়ে দেয়া, যাতে কোনো গোপন মিটিংস্থলে গিয়ে বসে চুপচাপ জিভ দিয়ে নিজের পা চাটতে চাটতে সবার কথা শুনে যেতে পারে।

Image Credit: smorthian Magazine

যাই হোক, সিআইএর পক্ষ থেকে ডাকা হলো হার্ভার্ড ইউনিভার্সিটির দুই অ্যানিমেল সাইকোলজিস্টকে – বি এফ স্কিনার এবং বব বেইলি। দুইজনেই এনিমেল বিহেভিয়ারিস্ট। এর মধ্যে স্কিনারের এই লাইনে ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২য় বিশ্বযুদ্ধের সময় তিনি ‘পিজন মিসাইল’ প্রজেক্টের তত্ত্বাবধানে ছিলেন!

আরো পড়ুন:  এডওয়ার্ড মর্ড্রেক: দুই মুখ নিয়ে জন্মানো এক হতভাগা

তিনি এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছিলেন, যেটায় কবুতরেরা একটা মিসাইলকে উড়িয়ে নিয়ে যায় লক্ষ্যবস্তু বরাবর। সাধারণ মিসাইলে যেকোনো কারণেই সিগন্যাল জ্যামিং ঘটতে পারে। কিন্তু ‘কবুতর ক্ষেপণাস্ত্র’-তে এই সমস্যা নেই। কবুতরেরা মিসাইলের ভিতরে খোপের মধ্যে বসে স্ক্রিনে ঠোঁট ঠুকে ঠুকে একটা পয়েন্টারকে (যেটা মূলত মিসাইলের লক্ষ্যবস্তু) কেন্দ্রে রাখার চেষ্টা করে। বিনিময়ে তাদের শস্যদানা খেতে দেয়া হয়। ঐ ক’টা দানার লোভেই “শান্তির প্রতীক” নামধারী কবুতরেরা এমন ভয়াবহ ক্যারিয়ার বাছাই করেছিলো (বা তাদের বাধ্য করা হয়েছিলো বাছাই করতে)। তবে এই প্রজেক্ট বেশিদূর আগানো যায়নি। কারণ ট্রেনিং প্রাপ্ত কবুতরেরা মারা যেতো। আর প্রতিটা মিসাইলের জন্যে এতো বেশি সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত কবুতর যোগান দেয়াও সম্ভব ছিলো না।

সে যাই হোক, ২য় বিশ্বযুদ্ধের কবুতরদের ছেড়ে ফিরে আসি স্নায়ু যুদ্ধকালীন কাকদের কথায়। এই দুই বিশেষজ্ঞ মিলে কাকদের ট্রেনিং দিলেন। তাদের শেখালেন – কী করে একটা লিসেনিং ডিভাইস বহন করে সেটা কোনো রুমের জানালার চিপায় রেখে আসতে হয়, কী করে জানালার শার্সিতে একটা বিশেষ ধরণের ক্যামেরা ঠোকর মেরে সেটাতে রুমের ভিতরের পরিষ্কার ফটো খিঁচতে হয় ইত্যাদি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্পাই হিসেবে ব্যবহার করা হতো কবুতরকে Image Credit: National Sdubdon society

এই সব কাককে এছাড়াও শিখানো হয়েছিলো কী করে শত্রুপক্ষ কোথাও ওঁত পেতে বসে থাকলে সেটার তথ্য পৌঁছাতে হয়। ধরা যাক শত্রুপক্ষের কোনো স্নাইপার ঝোপের ভিতরে বসে আছে। স্পাই কাকটা একটা ডিভাইস বহন করে নিয়ে উড়তে থাকলো। উড়তে উড়তে সে দেখলো একটা মানুষ ঝোপের ভিতরে বসে আছে। কাকটা তার প্রশিক্ষণ অনুযায়ী উড়ে গিয়ে বসে পড়লো সেই ঝোপের পাশের কোনো গাছের মগডালে। কাকটা যতক্ষণ উড়ছিলো, ততক্ষণ তার অবস্থান রাডারে সিগন্যাল হিসাবে ভেসে আসছিলো। সে বসে পড়তেই সিগন্যাল বন্ধ হয়ে গেলো, আর শত্রুর অবস্থান মোটামুটি নিশ্চিত হয়ে গেলো।

১৯৭০-এর দশকে এই প্রজেক্টটা বন্ধ করে দেয়া হয়। মনে হয় কাক নিয়ে সিআইএর সব ফ্যান্টাসি উড়ে গিয়েছিলো ঐসময়। তবে বব বেইলি দাবী করেন বেশ কয়বার নাকি স্পাই কাক ব্যবহার করা হয়েছিলো বিভিন্ন গোপন মিশনে।

বেইলির মতে, কবুতরেরা আসলে তেমন চালাক নয়। পেঁচারাও তেমন স্মার্ট নয়। বিভিন্ন জনপ্রিয় সাহিত্যে পেঁচাদের জ্ঞানী হিসেবে উপস্থাপন করা হয়। তারা জ্ঞানী কিনা জানা নেই, তবে তারা চালাক-চতুর নয়। কিন্তু কাক হচ্ছে পক্ষীকুলের মধ্যে প্রতিভাধর এক প্রজাতি। তারা ভীষণ ধূর্ত।
এর সাথে আছে তাদের বেসিক কিছু ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা, যেটা ঐ প্রোগ্রামে বেশ প্রয়োজন ছিলো।

বেইলি আরো বলেন,
কাকেরা পুরো একা একটা মিশন পরিচালনা করতে সক্ষম। এরা অন্যান্য পাখিদের তুলনায় অতিরিক্ত ভারও বহন করতে পারে।
পশ্চিমা কাকেরা (Western Raven) প্যাটার্ন বুঝতে সক্ষম। তারা বুঝতে পারে বড় ডেস্ক এবং ছোট ডেস্কের পার্থক্য। সঠিকভাবে ট্রেনিং দিলে তাদের দিয়ে কেবিনেটের ড্রয়ার খুলে ফাইলও বের করে নিয়ে আসা সম্ভব।

তথ্যসূত্র

  1. https://www.smithsonianmag.com/history/the-cias-most-highly-trained-spies-werent-even-human-20149/#:~:text=A%20raven%2C%20in%20espionage%20parlance,can%20be%20spies%20as%20well.
  2. https://www.manilatimes.net/2019/09/15/news/world/ravens-cats-owl-help-cia-in-spying/616348
  3. https://www.theyouthtimes.com/news-details/6965/Cats,-Dolphins-And-One-Smart-Raven:-The-CIA’s-Secret-Animal-Spies
আরো পড়ুন:  এলিজাবেথ ব্যাথরি: সৌন্দর্য চিরস্থায়ী করতে রক্ত স্নান করতেন তিনি

Leave a Reply