ভালোবাসা দিবসের ইতিহাস
২৬৯ সালে ঘটে যায় একটি বিরল ঘটনা। সে সময় রোমান সম্রাট ছিলেন ক্লাডিউয়াস। খ্রিস্টান ধর্মযাজক, সমাজসেবক ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন নামের এক যুবক ধর্ম প্রচারকালে রোমান সম্রাট ক্লাডিউয়াস এর নানা আদেশ লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হন। এই আদেশের অন্যতম একটি ছিল, রোমান সম্রাট ক্লাডিউয়াস কর্তৃক যুবক সেনাদের বিয়ে করা নিষেধ করে দেওয়া। সেসময় রোমান সম্রাট সৈনিকদের বিয়ে নিষিদ্ধ করেছিলেন। কারন সৈনিকরা নিজেদের প্রেয়সীদের ছেড়ে যুদ্ধে যেতে চাইতো না।