এ ডল’স হাউস : সমাজে নারীর স্বাধীনতা ও টানাপোড়ন
হেনরিক ইবসেন এই নাটকটি লরা কিলার নামের এক নারীর জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে রচনা করেছিলেন। লরা ছিলেন হেনরিক ইবসেনের এক বন্ধু। লরা তার স্বামীর জন্য অর্থ ঋন করেছিলেন। কিন্তু যখন এই বিষয়টি প্রকাশ পায়, তখন তার স্বামী তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেন। এই ঘটনাটি তাকে এই নাটকের প্রধান চরিত্র নোরা হেলমার সৃষ্টি করতে ভূমিকা রেখেছে।