You are currently viewing মিডিয়া : এক প্রতিশোধপরায়ণা জাদুকরী নারী

মিডিয়া : এক প্রতিশোধপরায়ণা জাদুকরী নারী

ইয়লকাস রাজ্যের রাজা ছিলেন ইসন। রাজা ইসনের একমাত্র ছেলে জেসন। রাজা ইসনের মৃত্যুর সময় তার পুত্র জেসনের বয়স ছিলো খুবই কম, রাজ্যের দায়িত্বভার নেওয়া ছোট্ট জেসনের পক্ষে সম্ভব না। আর তাই রাজা ইসন তার সৎ ছোটভাই পেলিয়াসকে রাজ্যের দায়িত্ব দিয়ে যান। এবং বলে যান তার ছেলে জেসন যখন বড় ও দায়িত্বশীল একজন পুরুষ হয়ে উঠবে তখন যেনো তার ছেলেকে রাজ্যের দায়িত্বভার বুঝিয়ে দেন।

পেলিয়াস রাজ্যের দায়িত্ব পাওয়ার পর তার বড় ভাইয়ের ছেলে জেসনকে পড়াশোনা ও যুদ্ধাস্ত্রে পারদর্শী করার জন্য দূরদেশে পাঠান। পড়াশোনা শেষে বহুবছর পর জেসন সিংহাসন পরিচালনা করবার জন্য যোগ্য হয়ে নিজ রাজ্যে ফিরে আসেন। নিজ রাজ্যে ফিরে আসার পর জেসন তার চাচা পেলিয়াসের কাছে নিজের রাজ্যের ক্ষমতাভার নিতে চাইলে পেলিয়াস বিভিন্ন কূটকৌশল ও ভনিতা করতে শুরু করে।

পেলিয়াস তার ভাইপো জেসন কে বলেন। জেসন যদি কলকিস রাজ্য থেকে গোল্ডেন ফ্লিস নিয়ে আসতে পারে তাহলে তাকে রাজ্যের সিংহাসনের দায়িত্ব ভার বুঝিয়ে দেওয়া হবে। গোল্ডেন ফ্লিস আনার মাধ্যমে জেসনের যোগ্যতার ও প্রমাণ হয়ে যাবে।

গোল্ডেন ফ্লিস হচ্ছে স্বর্ণের ভেড়ার লোম। এই গোল্ডেন ফ্লিস নিয়ে আসা খুবই বিপজ্জনক কাজ। আজ পর্যন্ত যে বা যারাই এই গোল্ডেন ফ্লিস আনতে গিয়েছে সকলেই মৃত্যু কূপে পতিত হয়েছে। রাজা পেলিয়াস তার ভাইপো জেসন কে ইচ্ছে করেই মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে।

গোল্ডেন ফ্লিস

গেল্ডেন ফ্লিস আনতে জেসন আরগো জাহাজে করে কলকি রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই কলকিস রাজ্য খুবই ভয়ানক এক যাদুকরদের রাজ্য। এখানের সকল পুরুষ, মহিলা, বৃদ্ধ থেকে শুরু করে শিশু সকলেই যাদু চর্চা করে। কলকিস রাজ্যের রাজা এই খবর জানতে পারে যে জেসন নামের এক যুবক তার রাজ্য থেকে গোল্ডেন ফ্লিস নিয়ে যেতে এসেছে।

গোল্ডেন ফ্লিস কলকিস রাজ্যের সবচেয়ে সম্মানিত বস্তু আর তা রক্ষা করতে তিনি বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেন। এই কলকিস রাজ্যের রাজার মেয়ের নাম মিডিয়া। মিডিয়া প্রথম দেখায় জেসনের প্রেমে পড়ে যায়। সে প্রতিটি পদে জাদুবিদ্যা দ্বারা জেসনকে সাহায্য করে ড্রাগনের দ্বারা সংরক্ষিত গোল্ডেন ফ্লিস উদ্ধার করতে সাহায্য করে। 

গোল্ডেন ফ্লিস উদ্ধারের খবর জানতে পেরে কলকিস রাজ্যের রাজা অর্থাৎ মিডিয়ার বাবা তার ছেলে অ্যাবসাইরটাস কে এক বিশেষ বাহিনী নিয়ে পাঠায় জেসন কে হত্যা করে গোল্ডেন ফ্লিস উদ্ধার করতে। মিডিয়া জেসন কে বাঁচাতে নিজের ভাইকে খুন করে এবং তার দেহ টুকরে টুকরো করে। এরপর সে নিজের বাবা ও রাজ্যের সাথে প্রতারণা করে জেসনের সাথেই তার রাজ্য ইয়লকাসে চলে আসে।

মিডিয়া Image Courtesy: Greak Mythology

ইয়লকাসে আসার পর জেসন তার চাচা পেলিয়াস কে গোল্ডেন ফ্লিস হাতে তুলে দেয়। রাজা পেলিয়াস চিন্তাই করতে পারেন নি জেসন গোল্ডেন ফ্লিস নিয়ে জীবিত ফিরতে পারবে। আর এই কাজে হতাশ হয়ে পেলিয়াস ক্ষমতা ধরে রাখতে ভণিতা করতে শুরু করে। সে চাচ্ছিলো না জেসনের হাতে সিংহাসনের ক্ষমতা তুলে দিতে।

মিডিয়ার সাথে পেলিয়াসের কণ্যদের ভাব হয়ে যায়। মিডিয়া তাদের বিভিন্ন ম্যাজিক দেখিয়ে মন্ত্রমুগ্ধ করে ফেলে। মিডিয়া তাদেরকে বলে তারা যদি তাদের বাবা কে হত্যা করে টুকরো টুকরো করে, তাহলে মিডিয়া আবারো তাদের বাবা কে জীবিত করে ফেলতে পারবে সেই সাথে তার বাবা শারিরীক ভাবে যুবকদের মতো শরীর ফিরে পাবে। মিডিয়ার কথায় অতি উৎসাহী হয়ে পেলিয়াসের কণ্যারা তাদের বাবাকে হত্যা করে টুকরো টুকরো করে।  কিন্তু মিডিয়া তাদেরকে দেওয়া সেই কথা রাখে না। পেলিয়াসের নিজের কণ্যাদের হাতেই নৃশংসভাবে মৃত্যু হয়।

পেলিয়াসের মৃত্যুর পর জেসন সিংহাসনের অধিকার নিজের হাতে তুলে নেয়। কিন্তু এর মাঝেই শুরু হয় এক বিপত্তি।  রাজ্যের প্রজারা তাদের রাজা এমন মৃত্যু মেনে নিতে পারে না। আর তাই প্রহারা জেসন কে রাজা হিসেবে গ্রহণ না করে তার স্ত্রী ও ছোট ২ ছেলে সন্তান কে রাজ্য থেকে নির্বাসিত করে। 

জেসন তার স্ত্রী ও সন্তান নিয়ে নির্বাসিত হয়ে আশ্রয় নেয় করিন্থ রাজ্যের রাজা ক্রেয়নের কাছে। কিন্তু জেসন এমন নির্বাসিত জীবন মেনে নিতে পারছিলো না। পূর্বে তার জীবন ছিল চাকচিক্য ও জৌলুসে পরিপূর্ণ। ক্ষমতা আর জৌলুসময় জীবন ফিরে পেতে জেসন লুকিয়া করিন্থ রাজ্যের রাজা ক্রেয়নের মেয়ে গ্লসি কে বিবাহ করে ফেলে। 

এই ঘটনা শুনে মিডিয়ার সন্তানদের পরিচর্যায় নিয়োজিত নার্স মিডিয়ার জন্য হা-হুতাশ করতে থাকে। জেসনের এমন প্রতারণা মিডিয়া কোনোভাবেই মেনে নিতে পারছিলো না। রাজা ক্রেয়ন জানতেন মিডিয়া জাদুবিদ্যায় পারদর্শী।  মিডিয়া ভবিষ্যতে তার মেয়ের ক্ষতি করতে পারে। সে মিডিয়া ও তার সন্তানদের রাজ্য ত্যাগের নির্দেশ দেয়। মিডিয়ার সাথে রাজা ক্রেয়নের কথা হয়, সে অনুনয় করে যেনে তার সন্তানদের নির্বাসনে না পাঠানো হয়। আর তাকে যেনো এক দিন সময় দেওয়া হয় তার জিনিসপত্র গোছগাছ করার জন্য। রাজা ক্রেয়ন মিডিয়ার অনুরোধ মেনে নেয়।

জেসন মিডিয়ার সাথে কথা বলতে আসলে সে বলে সে তার জন্য কতকিছুই না ত্যাগ করেছে। নিজের রাজ্য ও বাবার সাথে প্রতারণা করেছে। নিজের ভাইকে হত্যা করে টুকরে টুকরো করেছে। রাজা পেলিয়াসকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। সবকিছুই করেছে জেসন কে ভালোবেসে সিংহাসনে বসানের জন্য। বিনিময়ে জেসন মিডিয়ার ভালোবাসার এমন প্রতিদান দিয়েছে?

জেসন বুঝাতে থাকে সে যা করেছে তা তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই করেছে। তাদের গায়ে বইছে রাজ রক্ত আর তারা সারাজীবন আশ্রীত হয়ে জীবন কাটাতে পারে না। এই বিবাহের মাধ্যমে ভবিষ্যতে সে রাজা হবে আর উত্তরাধিকার সূত্রে পরবর্তী রাজা হবে মিডিয়ার সন্তানেরা। জেসন ভাবে সে যা করেছে ভালোর জন্য করেছে। মিডিয়া মনে করছে জেসন তার সাথে প্রতারণা করেছে। এরপর জেসন মিডিয়ার হাতে একটি কাগজ ধরিয়ে দেয়, বলে এই কাগজের সুপারিশ দিয়ে সে যেকোনো রাজ্যে আশ্রয় নিয়ে সুন্দরভাবে তার বাকি জীবন কাটিয়ে দিতে পারবে।

জেসন চলে যাবার পর তার সাথে দেখা করতে আসে এথেন্সের রাজা এজিয়াস। রাজা এজিয়াস একজন নিসন্তান রাজা। সে বিভিন্ন ভাবে মিডিয়ার যাদু ক্ষমতার কথা জানতে পারে। সে আশা করছিলো মিডিয়া তাকে সন্তান লাভের কোনো মাধ্যম বের করে দিতে পারবে। মিডিয়া রাজাকে আশ্বস্ত করে সে তাকে সন্তান পাইয়ে দেবে। বিনিময়ে তাকে তার রাজ্যে আশ্রয় দিতে হবে এবং ভবিষ্যতে তার সকল শত্রুর বিপদ আপদ থেকে রক্ষা করতে হবে। রাজা এজিয়াস সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।

রাজা এজিয়াসের সাথে কথা বলার পর মিডিয়া আবারো জেসনের সাথে কথা বলার জন্য তার কক্ষে জেসনকে ডেকে আনে। এবার সে নরম গলায় সুর পাল্টে কথা বলে। মিডিয়া বলে জেসন যা করেছে সে ঠিক সিদ্ধান্তই নিয়েছে। আর সেই সাথে মিডিয়া তার ছেলেদের হাত দিয়ে সোনার পোশাক ও একটি সোনার মুকুট ছেলেদের হাত দিয়ে ক্রেয়ন কণ্যা গ্লসির কাছে পাঠায়। সে জেসন কে বলে এগুলো তাদের হাতে পেয়ে গ্লসি জেসনের ছেলেদের ভালোবাসবে আর নিজের আপন করে নেবে।

গ্লসি মিডিয়ার দেওয়া সোনার পোশাক ও মুকুট পরে চিৎকার করতে শুরু করে। কারণ মিডিয়া সেই পোশাকে বিষ মিশিয়ে রেখেছিলো। আর সেই আর্তনাদ দেখে নিজ কণ্যাকে বাঁচাতে গিয়ে রাজা ক্রেয়ণ ও মৃত্যুর কোলে ঢলে পরে। মিডিয়া জানতো তাকে ও তার সন্তানকে খুব শীঘ্রই শাস্তি হিসেবে মৃত্যু দেওয়া হবে। আর তাই জেসনের যন্ত্রণা আরো বাড়াতে নিজের সন্তানদেরকে নিজের কক্ষে ঢেকে এনে তলোয়ার দিয়ে হত্যা করে।

জেসন যখন মিডিয়ার কাছে ছুটে আসে তখন সে দেখে মিডিয়া তার ছেলেদের হত্যা করেছে এবং সে রথে চড়ে রাজ্য ত্যাগ করতে চলে গেছে। এসব দেখে জেসন আরো ভেঙে পড়ে।  সে মিডিয়াকে অনুনয় করে অন্তত সে যেনো তার ছেলেদের মৃতদেহ ফেরত দেয়, যেনে বাকি জীবন তাদের সামান্য স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারে। মিডিয়া এসব শুনে জেসন কে ভৎসনা ও উপহাস করে রথে চড়ে ছেলেদের মৃতদেহ নি দেবী হেরার রাজ্যে চলে যায় আর সেখানেই তার ছেলেদের সৎকার করে। এরপর সে ফিরে যায় এথেন্সের রাজা এজিয়াসের রাজ্যে নিরাপদ আশ্রয়ের জন্য।  অপর দিকে জেসন নিজের বাকিটা জীবন কাটাতে হয় নববধূর ও আপন সন্তানদের মৃত্যুর শোক কাঁধে নিয়ে।

Leave a Reply