রাজা ঈডিপাস: নিয়তি যার অভিশাপ
লেয়াস থিবীসের রাজা। লেয়াসের স্ত্রীরর নাম জোকাস্টা। বহুদিন ধরে সন্তান কামনা করছিলেন লেয়াস। কোন সন্তান না হওয়ায় এর মূল কারণ জানার জন্য তিনি গোপনে ডেলফির মন্দিরে গেলেন। দৈববানী এলো, তার এই সন্তান না হওয়াটা দুর্ভাগ্য কিংবা অভিশাপ নয় , এটাকে আশীর্বাদ বলে গ্রহণ করা উচিত। কারণ রানী জোকাস্টার সন্তান একদিন তাকেই হত্যা করবে, এবং সেই সন্তান নিজের মাকে অর্থাৎ জোকাস্টা কেই বিয়ে করবে।