কতটা একা বাতিঘর?
আলোর সরলরেখা চলে কতদূর?
কতটা ম্লান অভিমান?
স্মৃতিময়, কত ঢেউ গুনে সব সয়ে
এখনও একা বাতিঘর।
নিরবে দাঁড়িয়ে ধুসর
কতটা একা বাতিঘর?
স্মৃতিময়, কান্নার রঙে সব সয়ে
এখনও একা একা...
তাই রাত জেগে কেউ অযথাই
নিরবে ধীরে ধীরে চুপিচুপি দূরে সরে যাই
তাই রাত জেগে কেউ গান গাই
হৃদয়ে চুপিচুপি একা একা স্বপ্ন সাজাই
কতকাল একা বাতিঘর।
মেলেনা ঢেউ গুনে বেহিসাবি ঝড়
কতদিন একা একা সব চুপচাপ সয়ে যাই
নিরবে অযথাই।
একা দাঁড়িয়ে বাতিঘর
নিরবে কতটা ধূসর?
স্মৃতিময়, কত রাত জেগে সব সয়ে
এখনও একা বাতিঘর।
স্মৃতিময়, নির্বাক একা সব সয়ে
এখনও একা বাতিঘর।
স্মৃতিময়, কত ঢেউ গুনে সব সয়ে
এখনও একা বাতিঘর।
স্মৃতিময়, কান্নার রঙে সব সয়ে
এখনও একা একা।