নার্সিসাস: নিজের শারীরিক সৌন্দর্যে মাতাল এক যুবক
নিজের সৌন্দর্যের এতো প্রশংসা শুনতে শুনতে প্রচন্ড অহংকারী হয়ে উঠলেন নারসিসাস। তার মধ্যে এতোটাই অহংকার জন্ম নিলো, যে কোনো নারীকেই নিজের জন্য তার যথেষ্ট সুন্দর মনে হতো না। নিজের সমপর্যায়ে কাউকে ভাবতে পারতেন না।