শহরের দুইটা গান লিরিক – Shohorer Duita Gaan Lyrics – Hatirpool Sessions
এ শহর দেয়নি কিছুই ফুলদানি ছাড়া, নেই সুবাসিত গোলাপ অথবা কোনো স্নিগ্ধ জলের ধারা, তবুও ফের ফিরে আসে সেইসব দুপুর দুটি কিশোরীর হাতে তিনটি কুকুর ! আমাদের চারপাশের নানা ভীড়ে ফিরেছে কত মানুষ তাড়া নিয়ে , জলে নুয়ে পড়া বৃক্ষতলে দুজনার ছিলনা কোন তাড়া, এ শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া !