লুক ব্যাক ইন এংগার : বুর্জোয়া সমাজের বিরুদ্ধে এক তরুণের ক্ষোভ
লুক ব্যাক ইন এংগার ব্রিটিশ নাট্যকার জন অসবর্ণের রচিত একটি বিখ্যাত নাটক, যা ১৯৫৬ সালে প্রকাশিত হয়। এই নাটকের মাধ্যমে জন অসবর্ণ আধুনিক নাট্যশালায় এক যুগান্তকারী বিপ্লবের সূচনা করেন। এই নাটকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটেনের পরিবর্তিত সমাজ ও তরুণ প্রজন্মের জীবন নিয়ে হতাশা ও ক্ষোভের প্রকাশ ঘটেছে।