শহীদুল্লা কায়সার (১৬ ফেব্রুয়ারি ১৯২৭ – ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। তার প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লা।
তিনি ১৯৬৯ সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক এবং সাহিত্যে ১৯৯৮ সালে গল্পে অবদান রাখার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
এই ব্লগে শহীদুল্লাহ কায়সার এর কিছু বিখ্যাত উক্তি তুলে ধরেছি।
১#
“মৃত্যুর শেষ মৃত্যুই। মৃত্যুর শেষ জীবন, সে কদাচিৎ। কেননা জীবনের জন্য মৃত্যুটা দুর্লভ। কিন্তু রাতের পর দিন, প্রকৃতির অমোঘ ধর্ম।”
~ শহীদুল্লাহ্ কায়সার (সংশপ্তক)
২#
জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভবিক বলে মেনে নিতে হবে।
৩#
দারিদ্রের জন্য মানুষ অশিক্ষিত নয়। অশিক্ষিত এর জন্য মানুষ দারিদ্র।
৪#
আইয়ুব খান আমাকে জেলে পাঠিয়েছিলেন, তাই আমি সাহিত্যিক হতে পেরেছি।
৫#
“এক ধারায় নয়,বহু ধারায় প্রবাহিত মানুষের জীবন। যদি শুকিয়ে যায়, যদি রুদ্ধ হয় একটি ধারা আর এক ধারায় জ়ীবন বয়ে চলে সার্থকতার পানে।এটাই জীবনের ধর্ম। সহস্র ধারায় জীবনের বিকাশ,অজস্র পথে তার পূর্ণতা।“
~ সংশপ্তক, শহীদুল্লাহ কায়সার
৬#
” ছোট ছোট ব্যক্তিগত প্রতিরোধ গুলোই তো সমষ্টিকে অনুপ্রানিত করে। যেমন ত্যাগ, একের ত্যাগ অন্যকে প্রেরনা যোগায়।”
~ সংশপ্তক, শহীদুল্লাহ কায়সার
৭#
“আমাদের সুখ-দুঃখের গণ্ডীটাও বড় ক্ষুদ্র। সেই ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়েই বিচার করতে চাই এতবড় দুনিয়াটাকে। তাই এত বিড়ম্বনা পায়ে পায়ে। না পারি নিজেকে যাচাই করতেম না পারি অপরকে বুঝতে।”
~ সংশপ্তক, শহীদুল্লাহ্ কায়সার