মাওলানা রুমি ফার্সি ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি। তার রচিত মসনবি গ্রন্থ কে ফার্সি ভাষার সেরা কাব্য বলা হয়ে থাকে। প্রিয় পাঠক এই ব্লগ পোস্টে রুমির বলা মৃত্যু সম্পর্কে কিছু উক্তি ও পঙক্তি উল্লেখ করা হলো। আশা করছি সবগুলো উক্তি আপনার ভালো লাগবে।
১#
আমি প্রভুকে বললাম, আমি তোমাকে জানার আগে মরবো না! প্রভু উওর দিলেন যে
আমাকে জানে সে কখনো মরে না!”
২#
মৃত্যু আমার বিবাহ,
বিবাহের দিন কি কেউ কাদে?
৩#
আল্লাহ-প্রেমিকদের রুহ বা আত্মা এক আশ্চর্যজনক বুলবুল ! সে মুখ খুলে এমন হাঁ করে যে কাঁটা এবং ফুল উভয়কেই সে গিলে ফেলে।
৪#
জীবনের শেষ প্রান্তে এসে যখন শুধুমাত্র একটা নিঃশ্বাস বাকি, তখন তুমি এলে আমি উঠে বসে গাইব।
৫#
আমার কফিন যখন নিয়ে যাবে
তুমি তখন এটা ভেবো না— আমি এ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি!
চোখ থেকে অশ্রু ফেলো না
মুষড়ে যেও না গভীর অবসাদে কিংবা দুঃখে
আমি পড়ে যাচ্ছি না কোন অন্তর্হীন গভীর ভয়ংকর কুয়ায়!
৬#
আমি আমার জন্য মরে গেছি, বেঁচে আছি তোমার কারনে।
৭#
ডোল ছাড়া আমার সমাধিতে এসো না, কেননা খোদার ভোজ সভায় নিরানন্দ শোভা পায় না।
৮#
গোলাপ মরে গেলে
এবং বাগান বিধ্বস্ত,
আমরা কোথায় খুঁজে পাব
গোলাপের সুগন্ধি?
গোলাপ জলে।
৯#
বিদাই শুদু তারাই বলে যারাই শুধু চোখ দিয়ে ভালোবাসে।
যারা মনে করে চোখের দেখাই হল একমাত্র ভালোবাসা।
যারা আত্মা আর হৃদয় দিয়ে ভালোবাসে তাদের কাছে
কোন বিদাই নেই।
কারণ আত্মা আর হৃদয় থেকে দূরে যাওয়া সম্ভব নয়।।
১০#
বৃক্ষের মত হও, মরা পাতা গুলো ঝরে যেতে দাও।
১১#
যখন আমি নিরব হই, তখন এমন এক স্থানে পৌঁছাই,যেখানকার সবকিছুই সঙ্গীত।
১২#
যখন দেখবে আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে
তুমি কেঁদো না- আমি কোথাও যাচ্ছি না
আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে।
১৩#
যখন আমি নিরব হই, তখন এমন এক স্থানে পৌঁছাই,যেখানকার সবকিছুই সঙ্গীত।