মধ্যযুগ কে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। এই সময়ে শিল্প, সাহিত্য, গবেষণা সবকিছুতে মুসলিম লেখক গভেষকদের অংশগ্রহন ছিলো অসামান্য। এই ব্লগ পোস্টে পৃথিবীর বিভিন্ন সময়ের বিখ্যাত ইসলামিক লেখক, কবি, গভেষক, বিজ্ঞানী কিংবা আইনজ্ঞদের অসাধারণ কিছু উক্তি তুলে ধরেছি।
১#
দুই ব্যক্তি কখনও সন্তুষ্ট নয়- বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরও জ্ঞান আহরণ করতে চায়।
~ মাওলানা জালালুদ্দিন রুমি
২#
সারাজীবন কেবল সেই মানুষটির কথাই মনে রইলো যাকে ভেবেছিলাম ভুলে যাবো।
~ মির্জা গালিব
৩#
বেশি কথা বলা থেকে বাঁচুন, কেন না বেশি কথা বললে ভুল হয়। একঘেয়েমি ও অনুভব হয়।
~ ইবনে সিনা
৪#
একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।
~ শেখ সাদী
৫#
যার একজনমাত্র শত্রু আছে, তার সঙ্গেই সব জায়গায় দেখা হয়ে যায়।
~ ওমর খৈয়াম
৬#
কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়।
~ শেখ সাদী
৭#
সব সম্পর্ক ছিন্ন করো না, বন্ধু; আর যদি কিচ্ছু না থাকেতো শত্রুতাই থাক।
~ মির্জা গালিব
৮#
আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায়।
~ মাওলানা জালালুদ্দিন রুমি
৯#
রুটি মদ ফুরিয়ে যাবে,প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে,বই, সেতো অনন্ত যৌবনা।
~ ওমর খৈয়াম
১০#
যেমন সোনা বা রূপার ধ্যান রাখেন, ঠিক তেমনি নিজের জিভের ও খেয়াল রাখুন।
~ ইবনে সিনা
১১#
কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।
~ মাওলানা জালালুদ্দিন রুমি
১২#
পৃথিবীর সব চেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে,
যেটা আদালতে। আর সব চেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে,যেটা পানশালায়।
~ মির্জা গালিব
১৩#
বিলাসী জীবনযাপন কোরো না; কষ্টসহিষ্ণু হও, কারণ বিলাসিতা বেশিদিন স্থায়ী হয় না।
~উমর ইবনুল খাত্তাব (রা.)
১৪#
কখনোই কাউকে বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না, তবে স্রষ্টা তোমাকে তাকে ছাড়াই বাঁচিয়ে রাখবে।
~ মাওলানা জালালুদ্দিন রুমি
১৫#
এমন এক সময় আসবে যখন মানুষের অন্তর মরে যাবে অথচ দেহ জীবিত থাকবে।
~ সুফিয়ান সাওরী (রহ.)
১৬#
❝ মদ ব্যাবসায়ী মাতাল হয় না,
আর ধর্ম ব্যাবসায়ী ধার্মিক হয় না। ❞
~ মাওলানা জালালুদ্দিন রুমি
১৭#
রাগের বশে কখনো একজন মানুষ এমন কথাও বলে, যার মাধ্যমে সে নিজের ষাট-সত্তর বছরের আমল ধ্বংস করে ফেলে।
~আত্বা ইবন আবী রাবাহ (রাহিমাহুল্লাহ)
১৮#
গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই।
~ মাওলানা জালালুদ্দিন রুমি
১৯#
কত বোকা সেই ব্যক্তি, যে জানে না তার মৃত্যু কখন হানা দেবে, কিন্তু এখনো সে এর সাথে সাক্ষাতের জন্যে প্রস্তুত নয়।
~[ইবনে জাওযী (রহ.)
২০#
বৃক্ষের মত হও, মরা পাতা গুলো ঝরে যেতে দাও।
~ মাওলানা জালালুদ্দিন রুমি
২১#
মোমবাতি হওয়া সহজ কোন কাজ নয়। আলো দেয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়।
~ মাওলানা জালালুদ্দিন রুমি
২২#
“প্রত্যেক হৃদয়েরই একটি জানালা আছে। তুমি তোমার নিজের হৃদয়ের জানালা দিয়ে অন্যেরটাও দেখতে পাবে!”
~ মাওলানা জালালুদ্দিন রুমি
২৩#
আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই, আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর মানুষ নেই।
~ মাওলানা জালালুদ্দিন রুমি