You are currently viewing ভগৎ সিং উক্তি : ২০ টি বিখ্যাত উক্তি

ভগৎ সিং উক্তি : ২০ টি বিখ্যাত উক্তি

ভগৎ সিংহ (২৮ সেপ্টেম্বর ১৯০৭ – ২৩ মার্চ ১৯৩১) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহিদ। দেশের স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী বিপ্লবী। তিনি ছিলেন এক জাতীয়তাবাদী। ভারতের জাতীয়তাবাদীরা তাকে অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধা করে।
এই আর্টিকেলে থাকছে বিপ্লবী ভগৎ সিং এর কিছু বিখ্যাত উক্তি ও বিপ্লবী কথামালা।

১#

আমি সংকুচিত স্বাধীনতা নিয়ে বাঁচি না।

২#

‘যে দেশে অর্থনীতি বোঝার লোকের চেয়ে, ধর্মগ্রন্থ বোঝার লোকের সংখ্যা বহুগুণ বেশি, সে দেশের জনগণকে শোষণ করা খুব সহজ।’

৩#

নিজের জীবন নিজের মেজাজে বাঁচো, একমাত্র মরার পরই অন্যদের সাহায্য নিও।

৪#

মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে হত্যা করা যায় না।

৫#

দেশ সেবা করাই আমার ধর্ম।

৬#

জনগণের সমর্থন বা প্রশংসা না পেলে একজন বিপ্লবী তার আদর্শ ত্যাগ করবে, এ কথা ভাবা নেহাতই মুর্খামি।

৭#

বোমা বা পিস্তল কোনও বিপ্লবের জন্ম দেয় না। বিপ্লবের তরোয়াল ক্ষুরধার হয় নিকষ পাথরে ভাবনার ঘাত প্রতিঘাত দিয়ে।

৮#

ওরা আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু ওরা আমার ভাবনাকে মারতে পারবেনা। ওরা আমার শরীরকে দুমড়ে মুচড়ে দিতে পারবে, কিন্তু ওরা আমার আত্মাকে শেষ করতে পারবে না।

৯#

ওরা আমাকে মে’রে ফেলতে পারবে কিন্তু আমার ভাবনাকে মা’রতে পারবে না।

১০#

শ্রমই হল সমাজের প্রকৃত রক্ষাকারী।

১১#

পাগল, প্রেমিক ও কবি এই তিনজনই একই উপাদানে তৈরি।

১২#

নির্দয়ী সমালোচনা এবং স্বতন্ত্র চিন্তাভাবনা বিপ্লবী চিন্তার দুটি বৈশিষ্ট্য। প্রেমিক, পাগল এবং কবিরা এই একই বৈশিষ্ট্য দিয়ে গড়া।

১৩#

আমার যে বাঁচার আকাঙ্ক্ষা থাকবে সেটা স্বাভাবিক। আমি সে কথা লুকোতে চাই না; কিন্তু সেই আকাঙ্ক্ষা এই অর্থে শর্তসাপেক্ষ যে আমি সংকুচিত স্বাধীনতা নিয়ে বাঁচি না। …জনগণ আমার দুর্বলতার কথা জানেন না। আমি ফাঁসিকাঠ থেকে রক্ষা পেলে সেগুলির কথা সকলে জেনে যাবেন।
ফলে বিপ্লবের প্রতীক তার আকর্ষণ হারাবে, এমনকি হারিয়ে যাবে। কিন্তু যদি হাসিমুখে মৃত্যু বরণ করতে পারি, তাহলে ভারতীয় মায়েরা চাইবেন তাঁদের সন্তানেরা ভগৎ সিংকে অনুসরণ করুক, এবং দুর্দান্ত বিপ্লবীর সংখ্যা এত বেড়ে যাবে যে বিপ্লবের জয়যাত্রাকে ঠোকানো ও থামিয়ে দেওয়া সাম্রাজ্যবাদের অশুভশক্তির পক্ষে অসম্ভব হয়ে পড়বে…

১৪#

জীবনের লক্ষ্য মনকে নিয়ন্ত্রণ করার থেকে এর যথাযথ বিকাশ করাই হওয়া উচিত। মন নিয়ন্ত্রণ করে জীবিত অবস্থায় বা জীবনের পরে পরিত্রাণ লাভ এর জন্য নয়। জীবনী শক্তির সর্বোত্তম ব্যবহারই এর লক্ষ্য হওয়া উচিত।

১৫#

বিপ্লব শুধু হিংসা ও নাশকতা নয়।

১৬#

আমি একজন নাস্তিক এই কারণে নয় যে আমি ধর্মকে ঘৃণা করি, কিন্তু এই কারণে যে ধর্ম মানবতাকে ঘৃণা করে।

১৭#

বিপ্লব শব্দটিকে এর আক্ষরিক অর্থে ব্যাখ্যা করা উচিত নয়। এই শব্দটির সাথে বিভিন্ন অর্থ এবং তাৎপর্য জড়িত। অনেকে ইচ্ছা অনুসারে এই শব্দের ব্যবহার বা অপব্যবহার করে। শোষণের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির জন্য এটি রক্তাক্ত দুর্যোগের অনুভূতি জাগিয়ে তোলে। বিপ্লবীদের কাছে এটি একটি পবিত্র বাক্য।

১৮#

মানুষ তাঁর নিত্যদিনের কার্যক্রমে অভ্যস্ত হয়ে পরিবর্তনের ঝুঁকি নিতে ভয় পায়। এই ক্লান্তিকর চিন্তাধারা থেকে বেরোতেই বিপ্লবী উদ্দীপনার প্রয়োজন।

১৯#

একজন মানুষকে হত্যা করা সহজ, কিন্তু তার চিন্তাকে নয়। মহান সাম্রাজ্যগুলি ভেঙে যায়, ধ্বংস হয়, কিন্তু তাদের বিচারধারাগুলি বেঁচে থাকে।

২০#

ছাইয়ের প্রতিটি ক্ষুদ্র অণু আমার উত্তাপের সঙ্গে চলমান। আমার এমনই উন্মাদনা যে কারাগারে বসেও আমি স্বাধীন।

Leave a Reply