You are currently viewing কাব্যিক উক্তি : সেরা ৪০ টি বাংলা সাহিত্যিক ক্যাপশন

কাব্যিক উক্তি : সেরা ৪০ টি বাংলা সাহিত্যিক ক্যাপশন

সাহিত্যে পৃথিবীর সবচেয়ে পুরাতন শাখার নাম কবিতা বা কাব্য। কবিতা বা কাব্য আমাদের মনকে আন্দলিত করে। বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ সহ সমসাময়িক সময়ের জয় গোস্বামী, রুদ্র গোস্বামী কিংবা সাদাত হোসাইন এর কবিতা থেকে বাছাই করা অসাধারণ কিছু কাব্যিক উক্তি ও পঙক্তি তুলে ধরেছি এই ব্লগের লেখায়।

১#

আমি এমনভাবে পা ফেলি,
যেনো, মাটির বুকেও আঘাত না লাগে।
আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয়।
– সুনীল গঙ্গোপাধ্যায়

২#

আপনি দূরত্ব চাইলেন,
আর আমি দূর থেকে আপনাকে চাইলাম।

৩#

আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে-
কিছুই কি নেই বাকি?
একটুকু রইলেম চুপ করে,
তারপর বললেম, ‘রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে৷
(হঠাৎ দেখা , রবীন্দ্রনাথ ঠাকুর)

৪#

প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি?

৫#

এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে।

৬#

আমিও তো চাই বুকের ভেতর আমাকেও কেউ গুছিয়ে রাখে।
যেমন কখানা হাড়ের নীচে একটি হৃদয় খুব যত্নে থাকে।
~রুদ্র গোস্বামী

৭#

ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত!
দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা।

৮#

আমি মানুষের পায়ের কাছে
কুকুর হয়ে বসে থাকি–
তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।
(নিখিলেশ)– সুনীল গঙ্গোপাধ্যায়

৯#

“আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম,
এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।”
নির্মলেন্দু গুন।

১০#

শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।

১১#

তুমি কি একদিন আসতে পারো
পাখির ডাক হয়ে ? শেষরাতে?
আমি তো জানলায় বসেই থাকি।

১২#

অবন্তিকা শোন আজ একটি কথা
ঔষধে যায়না রে হৃদয়ের ব্যথা।
তাই কখনো কাউকে ব্যথা দিয়ো না,
তুমি ও যেনো গো ব্যথা পেয়ো না।

১৩#

“আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর…”

১৪#

জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি’
দুটি যদি জোটে অর্ধেকে তার
ফুল কিনে নিয়ো, হে অনুরাগী!

১৫#

ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত,
এখনো কেমন যেন হৃদয় টাটায়
প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে
পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে।

১৬#

আমি যদি বনহংস হতাম,
বনহংসী হতে যদি তুমি;
কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে।

১৭#

“আমি ছাড়া যদি অন্য কারো প্রেমে পড়ো তবে সুখের অসুখ তোমাকে ছারখার করে দিক।”

১৮#

আমাকে খুঁজো না তুমি বহুদিন,
কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো।

১৯#

এখনো কেমন যেন কল কল শব্দ শুনি
নির্জন বৈশাখে, মাঘচৈত্রে
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি।

২০#

শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে-
বলিলাম- ‘একদিন এমন সময়
আবার আসিয়ো তুমি- আসিবার ইচ্ছা যদি হয়-
পঁচিশ বছর পরে।’

২১#

আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।

২২#

“কেনো ভালোবাসি, কেনো কষ্ট পাই
তুমিও যেমন জানো, আমিও তো তাই।
তবু ভালোবাসি, তবু ভেজে চোখ
এভাবেই বেঁচে থাকা, এভাবেই শোক!”
-মহাদেব সাহা

২৩#

প্রতিদিন কিন্তু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে, ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে।

২৪#

মিথ্যা শুনিনি ভাই
এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই।

২৫#

আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি।

২৬#

আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব।
সেদিন দেখলাম সেই ভালোবাসা গুলো কাকে
যেন দিতে খুব ব্যস্ত তুমি,
যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম।

২৭#

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে

২৮#

সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস :
বাতাসের ওপারে বাতাস –
আকাশের ওপারে আকাশ।

২৯#

গাছের বাঁকলে কান পেতে বুঝেছি
প্রেমের সংকেত এক বাষ্পীভূত শোক-
জল ভারি মেঘেরা উড়ে গেছে পত্রহীন বৃক্ষের দেশে, যেখানে আমারও
রয়েছে ছোট্ট এক সন্ন্যাস কোণ

৩০#

“তুমি কি মেঘ?
কী গাঢ়, গভীর, অথচ ছুঁতে গেলে নেই,
তুমি কি জল?
কী স্বচ্ছ, সহজ, অথচ প্রলয় নিমিষেই!”

৩১#

আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে,
হোক না তা শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না, কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই!
__হেলাল হাফিজ

৩২#

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

৩৩#

জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার! কুড়ি বছর পরে

৩৪#

শোনা যায় — মানুষের হৃদয়ের পুরোনো নীরব
বেদনার গন্ধ ভাসে —

৩৫#

“তুমি ভাবছ মেঘ করেছে, বৃষ্টি পড়বে অনেকক্ষণ। আসলে তো মেঘ করেনি মন খারাপের বিজ্ঞাপন!
—রুদ্র গোস্বামী।

৩৬#

তুমি বরং আমার একটা নাম দিও
ভালোবাসার সময় হলে
সে নাম ধরে ডাক দিও
কখনো যদি হইগো উধাও
এপার-ওপার খুঁজে না পাও
তোমার দেওয়া নামটি ধরে
শেষ একটি বার ডাক দিও

৩৭#

বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা।

৩৮#

একবার যখন দেহ থেকে বার হয়ে যাব
আবার কি ফিরে আসব না আমি পৃথিবীতে?
আবার যেন ফিরে আসি
কোনো এক শীতের রাতে
একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে
কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।

৩৯#

নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না!

৪০#

যেতে নাহি দিব হায়
তবু যেতে দিতে হয়।

Leave a Reply