You are currently viewing কনফুসিয়াস এর উক্তি : প্রাচীন চীনের দার্শনিক কনফুসিয়াস এর ৫০ টি উক্তি ও বাণী

কনফুসিয়াস এর উক্তি : প্রাচীন চীনের দার্শনিক কনফুসিয়াস এর ৫০ টি উক্তি ও বাণী

কনফুসিয়াস (জীবনকাল: খ্রি.পূ. ৫৫১-৪৭৯) প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ। তিনি খ্রিস্টপূর্ব ৫৫১ সালের ২৮ সেপ্টেম্বর চীনের লু-(魯) রাষ্ট্রের ছুফু (曲阜 ছ্যুফু) শহরে জন্মগ্রহণ করেন। তার দর্শন ও রচনাবলী চীনসহ পূর্ব এশিয়ার জীবনদর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে।
কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তার বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতিজ্ঞান। এই প্রাচীন চীনা দার্শনিক খ্রিস্টপূর্ব ৪৭৯ সালে মৃত্যুবরণ করেন।

১#
তেমার চেয়ে ভালো নয়, এমন মানুষদের সাথে বন্ধুত্ব করো না।

২#
নিরবতা হলো সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, যে কখনো বিশ্বাসঘাতকতা করে না।

৩#
অতীত থেকে শিক্ষা নাও, যদি ভবিষ্যৎ সুন্দর করতে চাও।

৪#
সাবধানীরা কদাচিৎ ভুল করে।

৫#
নিখুঁত নুড়ির চেয়ে ত্রুটিযুক্ত হীরে বেশি ভালো।

৬#
অত্যাচরী শাসক বাঘের চেয়েও ভয়ংকর।

৭#
প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগে, অন্তত দুটি কবর খুঁড়ে রেখো।

৮#
আঘাত ভুলে যেও,কিন্তু করুনা ভুলো না।

৯#

তিন উপায়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি ; প্রথমত প্রতিফলন দ্বারা, যা সর্বোত্তম; দ্বিতীয়ত, নকল করে, যা সব থেকে সহজ; তৃতীয়ত, অভিজ্ঞতা দ্বারা, যা কিনা সব থেকে তেতো।

১০#
মৃত্যু ও জীবনের নিজস্ব নির্দিষ্ট মুহূর্ত স্থির করা আছে; ধন এবং সম্মান নির্ভর করে সৃষ্টিকর্তার ওপর।

১১#
যে কাজ ভালো লাগে সেটাই বেছে নাও, জীবনে কখনও তোমাকে সারা দিন ধরে কাজ করতে হবে না।

১২#
যা নিজে পছন্দ করো তা অন্যের ওপর চাপিয়ে দিও না।

১৩#
সঠিক কাজ জেনেও তা মাঝপথে ছেড়ে গেলে সাহসের অভাব বোঝায়।

১৪#
সবকিছুর ভেতরই সৌন্দর্য আছে, কিন্তু সকলের সেই সৌন্দর্য দেখতে পাওয়ার চোখ নেই!

১৫#
যিনি তার নিজের গুণে সরকার চালান তাকে উত্তর মেরুর নক্ষত্রের সঙ্গে তুলনা করা যায় যে নিজস্থানে থাকে এবং সকল নক্ষত্রেরা তার দিকে ফেরে।

১৬#
যদি আমরা জীবন কে না চিনি, মৃত্যুকে চিনব কি করে?

১৭#
যদি আমি দুজন মানুষের সঙ্গে পথ হাঁটি, তাদের প্রত্যেকেই আমাকে শিক্ষক হিসাবে সেবা করবেন। ভালো বিষয়গুলি আমি বেছে নেব এবং নকল করব তাদের। আর তাদের খারাপ বিষয়গুলি সংশোধন করে রেখে দেব নিজের মধ্যে।

১৭#
নিজের হৃদয়ে উকি মেরে দেখো, যদি সেখানে খারাপ কিছু না পাও, তাহলে দুশ্চিন্তার কী আছে? কী নিয়ে এত ভয়?

১৮#
অজ্ঞতা হল মনের রাত, সেই রাত যখন আকাশে চাঁদ কিংবা নক্ষত্রেরা অনুপস্থিত।

১৯#
যদি এক বছরের কথা ভাব, একটা বীজ পেতো ; দশ বছরের কথা ভাবলে লাগাও গাছ ; আর যদি একশো বছরের কথা চিন্তা করো, মানুষকে শিক্ষা দাও।

২০#
যে কোনো সুশাসিত দেশে দারিদ্র্য এমন একটা বিষয় যা লজ্জার। যে দেশে সুশাসন অনুপস্থিত সেখানে সম্পদ এমন একটা বিষয় যা লজ্জার।

২১#
পুণ্য কি খুব দূরের জিনিস ? আমি পুণ্যবান হতে চাই, আরে দ্যাখো! পুণ্য হাতের মুঠোয়।

২২#
যে শেখে কিন্তু ভাবে না, সে গোল্লায় যায়। যে ভাবে কিন্তু কিছুই শেখে না সে বিপদে পড়ে।

২৩#
যে অমিতব্যয়ী তাকে অনুশোচনা করতে হয়।

২৪#
যে শালীনতা ব্যতিরেকে কথা বলে তার পক্ষে নিজের বক্তব্যকে সুন্দর করে তোলা কঠিন।

২৫#
স্বর্গ মানে ঈশ্বরের সঙ্গে এক হওয়া ।

২৬#
বিশ্বস্ততা এবং আন্তরিকতা কে প্রথম নীতি হিসাবে গ্রহণ করা উচিত।

২৭#
আমি চাই তোমার সত্তার গভীরে যে প্রকৃত তুমি বর্তমান তার পরিপূর্ণ বিকাশ।

২৮#
যে সব উত্তর জানে তাকে সব প্রশ্ন করা হয়নি।

২৯#
যদি তুমি প্রশ্ন করো, তাহলে তুমি ১ মিনিটের জন্য বোকা থাকবে। আর যদি প্রশ্ন না করো তাহলে সারাজীবনের জন্য বোকা হয়ে থাকবে।

৩০#
জীবন সত্যিই সহজ, কিন্তু আমরাই সেটিকে জোর দিয়ে জটিল করে তুলি।

৩১#
আপনি যদি ভুল করেন এবং এটি সংশোধন না করেন তবেই সেটা ভুল হিসেবে গণ্য হবে।

৩২#
সবচেয়ে মজার মানুষটি সবচেয়ে দুঃখী!

৩৩#
অন্যায় করা কঠিন কিছুই নয়, যদি না আপনি সেই অন্যায়ের কথা ভুলে যেতে পারেন।

৩৪#
নিজেকে সম্মান করুন, তাহলে অন্যরাও আপনাকে সম্মান করবে।

৩৫#
আপনি যখন একজন ভাল মানুষ দেখেন, তখন তার/তার মতো হওয়ার কথা ভাবুন। আপনি যখন কারো মাঝে ভালো দেখতে না পান, তখন নিজের দুর্বল দিকগুলো চিন্তা করুন।

৩৬#
আপনি কোনোকিছু না শিখে একটি বই খুলতে পারবেন না।

৩৭#
অন্যের মধ্যে থাকা মন্দকে আক্রমণ না করে নিজের মধ্যে যে মন্দ আছে তাকে আক্রমণ করুন।

৩৮#
বড় মানুষ যা চান তা নিজের মনের মধ্যে রাখেন, আর ছোট মানুষ যা চায় তা অন্যদের মধ্যে থাকে।

৩৯#
সবথেকে কঠিন কাজ হল একটি অন্ধকার ঘরে একটি কালো বিড়াল খুঁজে পাওয়া, বিশেষ করে যদি বিড়াল না থাকে।

৪০#
সঙ্গীত এক ধরনের আনন্দ তৈরি করে যা মানব প্রকৃতি ছাড়া করতে পারে না।

৪১#
রত্নকে ঘর্ষণ ছাড়া পালিশ করা যায় না, আর মানুষকে পরীক্ষা ছাড়া নিখুঁত করা সম্ভব না।


৪২#
আমাদের দুটি জীবন আছে, এবং দ্বিতীয়টি শুরু হয় যখন আমরা বুঝতে পারি যে আমাদের শুধুমাত্র একটি আছে।
৪৩#
জ্ঞানী মানুষ কখনো দুই মনের হয় না; পরোপকারী মানুষ কখনই চিন্তা করে না; আর সাহসী মানুষ কখনো ভয় পায় না।
৪৪#
আমাদের বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়ার চেয়ে অবিশ্বাস করা আরও বেশি লজ্জাজনক।
৪৫#
প্রকৃত জ্ঞান হলো নিজের অজ্ঞতার পরিধি জানা।

৪৬# মনে রাখবেন, আপনি যত দূরেই যান না কেন, আপনি সেখানে আছেন।
৪৭#
অন্যায় সমাজে ধনী ও সম্মানিত হওয়া একটি অপমানজনক।

৪৮# বিশ্বকে সুশৃঙ্খল করতে হলে আমাদের প্রথমে জাতিকে সুশৃঙ্খল করতে হবে; জাতিকে সুশৃঙ্খল করতে হলে, আমাদের প্রথমে পরিবারকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে; পরিবারকে শৃঙ্খলাবদ্ধ করতে হলে, আমাদের প্রথমে আমাদের ব্যক্তিগত জীবনকে ঠিক করতে হবে; আমাদের নিজেদেরকে ঠিক করতে হলে, নিজের হৃদয়কে ঠিক করতে হবে।

৪৯#
একটি সিংহ আমাকে একটি গাছের দিকে তাড়া করেছিল এবং আমি উপর থেকে দৃশ্যটি উপভোগ করেছি।

৫০#
যে পিতা তার সন্তান কে কর্তব্য কি তা শেখান না, তিনি সেই সন্তানের সমান দোষে দোষী যে কর্তব্যে অবহেলা করে।

Leave a Reply