You are currently viewing নক্ষত্রের রাত নাটকের উক্তি : ১০ টি অসাধারণ উক্তি

নক্ষত্রের রাত নাটকের উক্তি : ১০ টি অসাধারণ উক্তি

নক্ষত্রের রাত কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদ পরিচালিত একটি কালজয়ী নাটক। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত নাটকটি বিটিভিতে প্রথম প্রচারিত হয় ১৯৯৫ সালের ১৭ই ফেব্রুয়ারি। প্রিয় পাঠক নক্ষত্রের রাত নাটকের কিছু বিখ্যাত সংলাপ ও উক্তি এই ব্লগ পোস্টে তুলে ধরেছি।

১#

পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য, পরিবারের সবাই যখন একটি বিষয়ে একসাথে হাসাহাসি করে।

২#

ভালোবাসা হল, কাচা সবজীর মত আর হৃদয় হল ফ্রীজের মত। কাচা-সবজী ফ্রীজের ঠান্ডায় রাখতে হয় না হলে নষ্ট হয়ে যায়। যার ফ্রীজ যত ঠানডা তার ভালোবাসা তত দিন টিকে।

৩#

কান্দার দৃশ্যও মধুর কিন্তু কান্দতে হবে একসঙ্গে।

৪#

মানুষ এক সময় না এক সময় জয়ী হয়। পরাজিত হবার জন্য মানুষের জন্ম হয় নাই।

৫#

এমন একজন মানুষ খুঁজে বের করতে হবে, যার মধ্যে বুদ্ধির চেয়ে ভালোবাসার পরিমাণ থাকবে বেশি।

৬#

বিশাল খোলা মাঠে একা থা যায় , কিন্তু ছোট্ট একটা বাড়িতে একা থাকা যায়না

৭#

যতই আমি দূরে যেতে চাই, ততই আসি কাছে। আমার গায়ে, তোমার গায়ের গন্ধ লেগে আছে।

৮#

শখ-ই যদি মপটাতে না পারলাম, মানুষ হয়ে জন্মে কি লাভ নেরি কুত্তা হয়ে জন্মালে ক্ষতি কি ছিলো।

৯#

কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে? কষ্ট হলো মনের আগুন, বুকের মধ্যে জ্বলে।

Leave a Reply